বর্তমান সময়ে প্রতিদিনের নিত্যনৈমিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের একটি প্রয়োজনীয় নথি হলো জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড।বাংলাদেশ সরকার ২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ শুরু করে। তবে জাতীয় পরিচয় পত্র প্রদান এর কাজ শুরু হবার পর থেকেই জাতীয় পরিচয়পত্রের পরিচয় পত্র ভুল দেখা দিতে শুরু করে। এর ফলে জনগণ নানাভাবে ভোগান্তির শিকার হতে শুরু করেন। বিশেষ করে বর্তমান সময়ে যখন এনালগ জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করা হচ্ছে সেখানে ভুল থাকলে সেটা সংশোধনের নিয়ম অনেকটাই কঠিন।এই কঠিন নিয়মের কারণে জনগণ নানা ভোগান্তির শিকার হয়ে থাকেন।
তাই আপনারা যারা অনলাইনে স্মার্ট এনআইডি কার্ড সংশোধনের নিয়ম ২০২২ খোঁজ করছেন তারা আমাদের এখান থেকে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড সংশোধন করার যাবতীয় নিয়ম জানতে পারবেন। ফলে আপনি খুব সহজে আপনার স্মার্ট এনআইডি কার্ডে কোন ভুল হয়ে থাকলে সেটি সংশোধন করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক।আমাদের আজকের আর্টিকেলটির আলোচ্য বিষয় হল অনলাইনে স্মার্ট আইডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২২।
স্মার্ট কার্ড নাম অথবা জন্ম তারিখ সংশোধন করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র প্রদান শুরু হওয়ার পর থেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই জাতীয় পরিচয় পত্রে প্রার্থীর নিজের নাম অথবা জন্মতারিখ ভুল হয়ে গেছে। যার ফলে অনেক কাজের ক্ষেত্রে তা থেকে নানারকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্মার্ট আইডি কার্ড যেহেতু পূর্বের কার্ড থেকে করা হচ্ছে , তাই আপনার যদি এনালগ কার্ডে কোন ধরনের নাম অথবা জন্ম তারিখ ভুল হয়ে থাকে তাহলে সেটি স্মার্ট আইডি কার্ডে ভুল দেখাবে। তাই স্মার্ট আইডি কার্ডে প্রার্থীর নাম অথবা জন্ম তারিখ সংশোধন করতে হলে আপনাকে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেগুলো হলো
- জন্ম নিবন্ধন সনদপত্র।
- কমপক্ষে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সনদপত্র।
- শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে হলে এবং প্রার্থী সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত কোনো সংস্থায় কর্মরত হলে চাকরির পেমেন্ট অর্ডার বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট লাগবে।
- আর বিবাহিতদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর অধিকার এনআইডি কার্ড এবং কাবিননামার সত্যায়িত কপি লাগবে। বিবাহ সংক্রান্ত কোনো কারণে নারীদের নামের পরিবর্তন করতে হলে কাবিননামার বা তালাকনামা বা স্বামীর মৃত্যু সনদ, ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক হলফনামা বা বিবাহবিচ্ছেদ সত্যায়িত কপি জমা দিতে হবে।
- ধর্ম পরিবর্তন অথবা অন্য কোন কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক হলফনামা, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি, ওয়ারিশ সনদপত্র, ইউনিয়ন বা পোরসভা বা র্সিটি করপরেশন থেকে প্রার্থীর নাম সংক্রান্ত প্রত্যয়ন পত্র ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে।
স্মার্ট কার্ড পিতামাতার নাম সংশোধন করার নিয়ম
অনেক সময় দেখা যায় যে স্মার্ট আইডি কার্ডে নিজের নামের ভুল না থাকলেও অনেক সময় পিতা-মাতার উভয়ের অথবা পিতা-মাতা যেকোনো একজনের নামে ভুল থাকে। এই ভুল যদি আপনি ঠিক না করেন তাহলে সার্টিফিকেট এবং আইডি কার্ড দুটির নাম যদি আলাদা থেকে থাকে তাহলে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনার স্মার্ট আইডি কার্ড এ যদি কোন কারণে পিতা-মাতার উভয়ের বা এদের দুজনের মধ্যে যে কোন একজনের নামের ভুল থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটি সংশোধন করে নিতে হবে। আর এই দুইজনের অথবা দুইজনের যেকোনো একজনের নামের ভুল সংশোধনের জন্য আপনাকে যা যা করতে হবে তা হল:
- পিতা বা মাতার নাম সংশোধন করার সময় যদি পিতা বা মাতার নাম ভুল থাকে। তবে প্রার্থীর মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক ও সমমানের সনদপত্র, প্রার্থীর পিতা, মাতা, ভাই ও বোনের এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে।
- পিতা বা মাতার নামের পূর্বে মৃত সংযোজন করতে হলে প্রযোজ্য ক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যুর সত্যায়িত কপি জমা দিতে হবে।
- এছাড়া জীবিত থাকলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা পৌর মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়ন পত্র, পিতা বা মাতার আইডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।
এ কাগজগুলো যারা সত্যায়িত করতে পারবেন তারা হলেন, সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, গেজেটেড সরকারি কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
তবে একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই নাম সংশোধন করার জন্য প্রথমে অনলাইনে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-২ অনলাইন এর মাধ্যমে পূরণপূর্বক আবেদন ফি জমা দেবার পরেএই সকল কাগজপত্র অনলাইনে পূরণকৃত ফরম এর সঙ্গে জমা দিতে হবে। তাহলে আপনি ১৫ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে আপনার স্মার্ট আইডি কার্ডের নাম সংশোধনকৃত কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন।
অনলাইনে আইডি কার্ড সংশোধন ফরম ২
আপনারা অনেকে আছেন যারা অনলাইনে আইডি কার্ড সংশোধন ফরম-২ খোঁজ করে থাকেন। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা আমাদের সামনে আজকে অনলাইনে আইডি কার্ড সংশোধনের ফরম-২নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ এই অনলাইনের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের যেকোনো ধরনের ভুলের জন্য আবেদন করে সেটি সংশোধন করতে পারবেন।
তাই আপনারা যারা আপনাদের এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন এবং এই সংক্রান্ত তথ্যের জন্য অনলাইনে আইডি কার্ড সংশোধন ফরম -২ সংগ্রহ করতে চাচ্ছেন। তারা আমাদের এখান থেকে খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনারা আমাদের এখান থেকে ফরম পূরণের নির্দেশনাবলী দেখতে পারবেন।
অনলাইনের মাধ্যমে এই ফরমটি পূরণ পূর্বক প্রয়োজনীয় ফি পরিশোধ করে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে। তাই আপনারা এই ফরমটি অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে পূরণ করে যা প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মার্ট আইডি কার্ড সংশোধনের জন্য জমা দিন।
আরো পড়ুন : এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম
স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি ও কার্যদিবস
স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি মূলত দুইটি ক্ষেত্রে হয়ে থাকে।
১. স্মার্ট কার্ডের সামনের এবং পেছনের পৃষ্ঠায় কিছু তথ্য তথ্য প্রদর্শন করা থাকে। যেগুলো নিবন্ধনের সময় নাগরিকরা ফর্ম-২ এর মাধ্যমে প্রদান করে থাকেন। এগুলোর মধ্যে সামনের পৃষ্ঠায় বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রধারীর নাম, বাংলায় পিতা ও মাতার নাম, ইংরেজিতে জন্ম তারিখ ও এনআইডি নাম্বার, স্বাক্ষর এবং পেছনে বাংলায় ঠিকানা, ইংরেজিতে রক্তের গ্রুপ ও জন্মস্থান অন্তর্ভুক্ত থাকে। এগুলোর মধ্যে যেকোনো তথ্য পরিবর্তন করতে হলে প্রথমবার আবেদনের সময় ২৩০ টাকা দ্বিতীয়বার ৩৫০ টাকা এবং তারপর থেকে প্রতিবার আবেদনের জন্য ৫৭৫ টাকা জমা দিতে হবে।
২. নিবন্ধনের সময় নাগরিকরা যে ফর্মের মাধ্যমে কিছু তথ্য প্রদান করেন যেগুলো এনআইডি কার্ডের প্রদর্শন করা থাকে না। যেমন, প্রার্থীর পেশা পাসপোর্ট, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। এগুলোর সংশোধনের জন্য ১১৫ টাকা প্রদান করতে হয়।
স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি বিকাশ, রকেট এর মাধ্যমে ঘরে বসে পরিশোধ করা যায়। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে। আর সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে সর্বোচ্চ দুই মাস সময় লাগতে পারে।
পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এই জাতীয় যে কোন তথ্যের জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি আপনার বুকমার্ক করে রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।