বর্তমান সময়ে সকল কাজে এনআইডি কার্ডের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এনআইডি কার্ড ছাড়া কোন কাজ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল কিছুই অনলাইন ভিত্তিক করে ফেলেছে। তারই একটি অংশ হলো ডিজিটাল বা স্মার্ট আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ড দ্বারা একজন নাগরিক প্রায় সতের ধরনের সেবা গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা অনেকেই হয়তো কোন না কোন কারণে আইডি কার্ডে নানা ধরনের ভুল ত্রুটি করে ফেলেছি কিন্তু অনেকেই জানি না কিভাবে অনলাইনের মাধ্যমে আইডি কার্ডের সংশোধন করা যায়।
আপনি কি এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম খোঁজ করছেন ? আপনি যদি আপনার এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম খোঁজ করে থাকেন তাহলে আপনাকে বলতে চাই আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের আজকের আর্টিকেল এর আলোচ্য বিষয় হল এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম।
এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম জানার পাশাপাশি আপনি আমাদের এখান থেকে এনআইডি কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে ,এনআইডি কার্ডের অনলাইন সংশোধন ফি কত ইত্যাদি ছাড়াও এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত আরও অন্যান্য তথ্য জানতে পারবেন। এখন আপনি ঘরে বসে খুব সহজেই নিজে নিজে আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন।
তবে অবশ্যই এনআইডি কার্ড সংশোধন করার পূর্বে সংশোধন করতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার সেগুলো অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন। আপনি আমাদের এখান থেকে এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া জানার পাশাপাশি এনআইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে, কত দিন লাগে, কত টাকা লাগে ,এনআইডি কার্ড সংশোধন ফরম এবং এনআইডি কার্ড সংশোধন যাচাই করা সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। তাই আশা করি মনোযোগ সহকারে আপনি আমাদের আজকের আর্টিকেল পড়তে থাকবেন।
এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া
এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া কয়েকটি ধাপে ধাপে করতে হয়। তবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব। এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমে আপনাকে http://service.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করান আপনাকে আপনার এনআইডি কার্ড নাম্বার এবং জন্মতারিখ তারা প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে।
আপনি যদি আপনার জন্ম এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে চান তাহলে রেজিস্ট্রেশন ছাড়া অন্য কোনভাবে এনআইডি কার্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব নয় এবং আপনার তথ্য সংশোধন করা যাবে না।
এনআইডি কার্ড সংশোধন করার নিয়মগুলো ধাপে ধাপে নিম্নে আপনাদের সামনে উপস্থাপন করা হলো :
- প্রথমেই আপনাকে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ড সংশোধনের ধারণ অনুযায়ী সকল কাগজপত্র স্ক্যান করে নিতে হবে এবং আপনার মোবাইলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে NID Wallet apps ইন্সটল করে নিতে হবে । কারণ এটি ফেস ভেরিফিকেশন করার সময় কাজে লাগবে।
- জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আপনার এনআইডি কার্ড নম্বর এবং জন্মতারিখ লিখতে হবে এবং নিচে একটি ক্যাপাচিটি পূরণ করে সাবমিট করতে হবে।
- এরপরে পরবর্তী পেজে আপনার বিভাগ, উপজেলা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। তথ্য প্রদান করার পর আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে এই মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন ওটিপি কোড পাঠানো হবে। যেটি পরবর্তীতে নির্দিষ্ট করে আপনাকে লিখতে হবে। ছয় সংখ্যার ওটিপি কোড টি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় তারপর আপনাকে বহাল বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে পরবর্তী পেজে আপনাকে ফেসবুকে ফিকশনের জন্য একটি কিউআর কোড দেখানো হবে। আপনার মোবাইলে ডাউনলোড করতো এনআইটি ওয়ালেট অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনার ছবি সোজাসুজি তুলবেন এরপর ক্যামেরার দিকে তাকিয়ে মাথা ডানে-বামে ঘোরাবেন। ফেসবুক ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার সামনে পরবর্তীতে একটি পেইজ আসবে।
- আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে ভবিষ্যতে ফেস ভেরিফিকেশন এর ঝামেলা ছাড়াই আপনার জাতীয় পরিচয় পত্র অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আর আপনি যদি পাসওয়ার্ড সেট করতে না চান তাহলে আপনি এড়িয়ে যেতে পারবেন।
- এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র একাউন্টের সঠিক সঠিক ভাবে লগইন করার পর আপনার সামনে তিনটি অপশন আসবে। যেখানে ব্যক্তিগত তথ্য ,অন্যান্য তথ্য ও ঠিকানা সংশোধন করার অপশন রয়েছে। এর মধ্যে থেকে আপনি আপনার ব্যাক্তিগত তথ্য সংশোধন বাটনে ক্লিক করবেন।
- এরপর পরবর্তী পেজে আপনার সামনে আপনার সকল ব্যক্তিগত তথ্য লেখার মত একটি ফর্ম আসবে। সেখানে আপনার তথ্যগুলো সঠিক ভাবে লিখতে হবে। আপনি আপনার যে তথ্যটি সংশোধন করতে চান তার বাম এর পাশের টিক অপশনে ক্লিক করুন। আপনার ভুল তথ্য প্রমান পত্রের সাথে মিল রেখে সঠিকভাবে টাইপ করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এখানে আপনার সংশোধন করা তথ্যের পূর্বরূপ এবং সংশোধিত রূপ দেখতে পাবেন সব ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করুন।
- এরপরে আপনার ভুল তথ্যের অনুযায়ী ফি প্রদান করতে হবে এবং ফি প্রদান করার মধ্যে দিয়ে আপনার আপনার আবেদনের বাকি কাজ শেষ হবে। আপনি রকেট, বিকাশ, ওকে ওয়ালেট থেকে খুব সহজে আপনার এনআইডি সংশোধন ফি পরিশোধ করতে পারবেন।
- ভোটার আইডি কার্ড সংশোধন ফি পরিশোধ করার পর আর আপনাকে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে ফিরে যেতে হবে। আইডি কার্ড সংশোধন ধারণ অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করে দিতে হবে। যেটি প্রথমে আপনি স্ক্যান করে নির্দিষ্ট একটি ফোল্ডারে রেখেছিলেন। এভাবেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন।
এনআইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড
সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন ফি জমা দেয়ার মধ্য দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন জমা দেওয়ার পরে পরবর্তী পেজে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধন ফর্ম ডাউনলোড অপশন দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড করে নিতে পারবেন। যেকোন ধরনের ঝামেলা এড়িয়ে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য এটি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন।
এছাড়া আপনারা যারা অনলাইনে না করে হাতের মাধ্যমে ভোটার আইডি কার্ড সংশোধনের ফরম সংগ্রহ করতে চান তারা http://service.nidw.gov.bd ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড করতে পারবেন। এই ফরম ডাউনলোড করে হাতে পূরণ করার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দেয়ার মধ্য দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন।
তবে সবচেয়ে বর্তমানে জনপ্রিয় এবং সুবিধাজনক মাধ্যম হলো অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন করলে আবেদনের ভুল হবার সম্ভাবনা খুব কম থাকে। তাই জনগণ বর্তমানে অনলাইনের মাধ্যমে সংশোধনের আবেদন বেশি করে থাকেন।
এনআইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন রয়েছে। যে সকল কাগজপত্র ছাড়া কোনভাবেই ভোটার আইডি কার্ড সংশোধন করা সম্ভব নয়। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সকল কাগজপত্র গুলো সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনের জায়গায় সেগুলো দিতে হবে।
আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও সমমান পরীক্ষার সনদের ফটোকপি, জন্ম নিবন্ধন ডিজিটাল কার্ডের কপি, পাসপোর্ট এর ফটোকপি ,ড্রাইভিং লাইসেন্স, এমপিও শীট বা সার্ভিস বইয়ের কপি ইত্যাদি দিয়ে একজন আবেদনকারী তার জন্য এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এসএসসি ও সমমান পরীক্ষার সনদ না থাকে সে ক্ষেত্রে জেএসসি পরীক্ষার সনদপত্র এবং ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি দেখাতে হবে।
এসব ডকুমেন্ট এর মধ্যে যেকোনো দুইটি ডকুমেন্ট দিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন করা যাবে। তবে কোনো ব্যাক্তি যদি প্রধান দুটি ডকুমেন্ট না থাকে সে ক্ষেত্রে বিয়ের কাবিন, অফিস প্রধানের প্রত্যয়নপত্র ,ভাই বোনের জাতীয় পরিচয় পত্র দিতে হবে।
এনআইডি কার্ড সংশোধন করতে কতদিন লাগে
এনআইডি কার্ড সংশোধনের আবেদন অনলাইনে সাবমিট করার পর থেকে সাধারণত ৪৫দিনের মধ্যেই সংশোধিত কার্ডের কপি পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটি নানা ধরনের জটিলতার কারণে অনেক সময়ই বেশি সময় নিয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় অল্প সময়ের মধ্যে সাধারণত ৭থেকে ১০দিনের মধ্যেই জন্মনিবন্ধনের এনআইডি কার্ড সংশোধন সম্ভব হয়।
সংশোধিত কপি অনলাইন থেকে ডাউনলোড করে বের করা সম্ভব হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন তারা একটি বিষয় মাথায় রাখবেন যে আপনার আইডি কার্ড সংশোধিত আকারে তৈরি হতে মিনিমাম একমাস সময় প্রয়োজন হবে।
এনআইডি কার্ড সংশোধন ফি কত ?
এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করার সময়ই এনআইডি কার্ড সংশোধন ফি প্রদান করতে হয়। তবে এনআইডি কার্ড সংশোধন ধরনের ওপর নির্ভর করে কার্ড সংশোধন ফি নির্ধারিত হয়ে থাকে। আপনি কোন ধরনের তথ্য সংশোধন করতে চান চান তার ওপর নির্ভর করেই আপনার আইডি কার্ড সংশোধনের সিদ্ধান্ত করা হয়।
তবে একাধিকবার এনআইডি কার্ড সংশোধন করা যায় যে ক্ষেত্রে দেখা যায় প্রথম বারের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রের দ্বিতীয়বার সংশোধনের ক্ষেত্রে আবেদন তুলনামূলক বেশি হয়ে থাকে। প্রথমবার এনআইডি কার্ড সংশোধনের ফ্রী ২৪৫টাকা কিন্তু পরবর্তী দ্বিতীয় বার ডুবলিকেট এনআইডি কার্ড সংশোধন করতে হলে সেটি ৩৪৫টাকা প্রদান করতে হয়। এছাড়া জরুরী ভিত্তিতে এনআইডি কার্ড সংশোধনের ৫৭৫টাকা এবং উভয় তথ্য সংশোধন কি হলো ৩৪৫টাকা।
আরো পড়ুন : অনলাইনে স্মার্ট আইডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২২
উপসংহার
পরিশেষে আশা করি আপনারা আমাদের আজকের আর্টিকেল থেকে এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া এবং সংশোধন করার প্রয়োজনীয় কাগজপত্র এবং ফ্রী সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পেরেছেন। আশা করি আমাদের প্রদানকৃত তথ্য থেকে খুব সহজেই এখন আপনি ঘরে বসেই আপনার এবং আপনার আত্মীয় স্বজনের জায়া কারো যে কারো এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। এনআইডি কার্ড সংক্রান্ত অন্যান্য তথ্য সংগ্রহ করতে পেরেছেন। পরবর্তীতে এনআইডি কার্ড সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।